স্পিডবোটের ধাক্কায় বরিশালের লাহারহাট ফেরীঘাট সংলগ্ন কালাবদর নদীতে ডুবে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলে জামাল চাপরাশীর (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার মরদেহের সন্ধান মিলে। জামাল চাপরাশী হোসেন বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের আইউব আলী চাপরাশীর ছেলে। বন্দর থানার উপ-পরিদর্শক মালেক হোসেন দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার গভীররাতে নৌকায় মাছ ধরার সময় স্পিডবোটের ধাক্কায় জেলে জামাল নদীতে পড়ে নিঁখোজ হন। তারপর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং জামালের স্বজন ও স্থানীয়রা নদীতে মরদেহের সন্ধান করছিল। দুর্ঘটনাস্থলের কিছু দূর থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামালের মরদেহ উদ্ধার করা হয়।জামালের চাচা আমজাদ আলী (৬০) জানান, তিনি ও জামাল মঙ্গলবার রাতে নৌকায় কালাবদর নদীতে মাছ ধরতে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে ভোলা থেকে বরিশালগামী একটি স্পিডবোট তাদের নৌকায় ধাক্কা দেয়। এতে জামাল নদীতে পড়ে নিঁখোজ হয়। দুর্ঘটনাস্থলে নদীর পানি তাৎক্ষণিকভাবে লাল হয়ে যাওয়ায় ধারণা করা হয় স্পিডবোটের পাখায় কাটা পড়ে জামাল ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই স্পিডবোটটি পালিয়েছে। ওই রাত থেকে স্থানীয়ভাবে জামালের সন্ধান শুরু হয়। বুধবার বেলা ১১টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও তাদের সঙ্গে সন্ধানে যোগ দেয়।সাইফ আমীন/এআরএ/এবিএস