দেশজুড়ে

আমবাগানে শপিং ব্যাগে মিললো ৭ ককটেল

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের একটি আমবাগান থেকে সাতটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর হাই স্কুল রোডের পাশের একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুর সাত্তার বলেন, ‘বিকেলে বাগানে আম পাড়তে এসে দেখি তিনটি শপিং ব্যাগে ধানের গুঁড়া দিয়ে ককটেল রাখা আছে। আমি চমকে গিয়ে ৯৯৯ নম্বরে কল দিই। পরে ওয়ার্ড মেম্বারকেও বিষয়টি জানাই।’

আব্দুর রহিম নামের আরেকজন বলেন, বিকেলে আমবাগানের পাশের জমিতে ঘাস কাটতে গিয়ে দেখি ককটেল পড়ে আছে। পরে জনপ্রতিনিদের খবর দেই।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস