চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সড়াবাড়িয়া গ্রামে হাঁস চুরির সময় মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছেন স্থানীয় জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে দর্শনা থানায় সোপর্দ করা হয়।
বুধবার (২৪) বিকেলে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের পশ্চিমপাড়ার হাসমত আলীর ছেলে রনি ইসলাম (১৮)। অপরজন কিশোর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দুজন একটি রাজহাঁস চুরি করে মোটরসাইকেলে করে পালিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা দেখে ফেলে তাদের ধরে গণপিটুনি দেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি গ্রামবাসীর হেফাজতে রয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, হাঁস চুরির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হুসাইন মালিক/এসআর/জিকেএস