খেলাধুলা

এইচপির স্পিন বোলিং কোচ হচ্ছেন পাকিস্তানের আরশাদ খান!

গতকাল মঙ্গলবার বিসিবি থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে হাই পারফরমেন্স ইউনিটের কোচিং ও সাপোর্টিং স্টাফদের নাম ঘোষণা করা হয়। সেখানে নতুন ব্যাটিং কোচ হিসেবে বারমুডার ডেভিড হ্যাম্পের সাথে বাংলাদেশের সাবেক পেসার ডলার মাহমুদ এবং উইকেটকিপিং কোচ হিসেবে গোলাম মর্তুজার নাম দেয়া আছে; কিন্তু স্পিন বোলিং কোচ হিসেবে কারো নাম নেই।

অথচ আজ থেকে যে এইচপির ক্যাম্প শুরু হয়েছে, সেখানে আছেন ৬ জন স্পিনার; কিন্তু নেই কোন স্পিন কোচ। স্পিনারদের কোচিং করাবেন কে?

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাটিং কোচের মত এইচপিতে একজন নতুন এবং বিদেশি স্পিন কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে। সব কিছু ঠিক থাকলে হয়ত খুব শিগগিরই নতুন স্পিন কোচের দেখা মিলবে।

জানা গেছে, পাকিস্তানের সাবেক দীর্ঘদেহী অফস্পিনার আরশাদ খানই হতে যাচ্ছেন এইচপির নতুন স্পিন কোচ। তার সাথে কথা-বার্তা চলছে বিসিবির। এবং তা অনেকদুর এগিয়েছে বলেও জানা গেছে। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।

পকিস্তানের হয়ে ৯ টেস্ট আর ৫৮ ওয়ানডে খেলা ৫২ বছর বয়সী আরশাদ খান বর্তমানে পাকিস্তান নারী দলের বোলিং কোচ হিসেবে দায়িত্বরত।

এআরবি/আইএইচএস/জিকেএস