ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে ভোট দিলেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক তা মেনে নেবেন।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এসময় জাহাঙ্গীর আলমও সেখানে ভোট দেন।
আরও পড়ুন: এভাবে ভোট হলে আমার মা বিপুল ভোটে জয়ী হবেন
এসময় জায়েদা খাতুন অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া ইভিএমের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সঠিক সময়ের মধ্যে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তিনি।
এই মেয়রপ্রার্থী বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো। সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক তা মেনে নেবো।
আরও পড়ুন: ইভিএমে ফিঙ্গারপ্রিন্ট বিড়ম্বনায় আজমতের ভাই
ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান জায়েদা খাতুন।
মো. আমিনুল ইসলাম/এমআরআর/এএসএম