লক্ষ্মীপুরে গোপন বৈঠককালে জামায়াতে ইসলামীর ছাত্রী সংগঠন ছাত্রী সংস্থার আট কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় ছাত্রী সংস্থার সাংগঠনিক বই-খাতাসহ বিপুল পরিমাণ জেহাদি ও ইসলামী বই উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের ডাক্তার বাড়ির শেখ আহম্মদের ঘর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, রুমা আক্তার, রাবেয়া আক্তার, নাবিলা সুলতানা, সাহিদা আক্তার, কামরুন নাহার, নাহিদা সুলতানা, জেসমিন আক্তার, ইতি আক্তার।লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্রী সংস্থার ওই আট নারী কর্মীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জামায়াত নেতা সাঈদী, নিজামী, গোলাম আজম ও মওদুদী’র বইসহ বিপুল পরিমাণ জেহাদি বই উদ্ধার করা হয়। তারা ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।কাজল কায়েস/এআরএ/পিআর