কুমিল্লায় দেশিয় তৈরি দুইটি পাইপগানসহ আনিছুর রহমান মিঠু (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে নগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি দক্ষিণ চর্থার মৃত আনোয়ার হোসেনের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লাস্থ র্যাব-১১ সিপিসি-২ এর একটি দল নগরীর দক্ষিণ চর্থা এলাকায় আনিছুর রহমান মিঠুর বাড়িতে অভিযান পরিচালনা চালায়। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে দুইটি দেশিয় তৈরি পাইপ উদ্ধারসহ তাকে আটক করা হয়। কুমিল্লাস্থ র্যাব-১১ এর কমান্ডার মেজর খুরশীদ আলম জানান, উদ্ধারকৃত পাইপগান দুটির আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কামাল উদ্দিন/এআরএ/পিআর