ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে গ্র্যান্ডমাস্টার দাবায় দুর্দান্ত খেলেছেন মোহাম্মদ ফাহাদ রহমান। তারপরও প্রত্যাশিত গ্র্যান্ডমাস্টারের প্রথম নর্ম পাওয়া হয়নি তার। মাত্র এক পয়েন্টের জন্য সুযোগ হাতছাড়া হয়েছে ফাহাদের। প্রতিযোগিতা শেষ করেছেন ৯ রাউন্ডে ৬ পয়েন্ট নিয়ে। ৭ পয়েন্ট পেলে ভিয়েতনাম থেকে প্রথম নর্ম নিয়ে ফিরতে পারতেন তিনি।
ভারতের গ্র্যান্ডমাস্টার সোয়মাস মিশ্রা ও সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টার সিদ্ধার্থ জগদিশের সাথে দ্বিতীয় অবস্থানের জন্য টাই করেন টাইব্রেকিংয়ে আন্তর্জাতিক মাস্টার ফাহাদের অবস্থান চতুর্থ।
এই প্রতিযোগিতায় নর্ম না পেলেও রেটিং বেড়েছে তার। ২৩৯৬ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা শুরু করেছিলেন। ১৫ বেড়ে এখন তার রেটিং ২৪১১।
শুক্রবার নবম বা শেষ রাউন্ডের খেলায় ফাহাদ ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিনের সাথে ড্র করেন। ত্রান তুয়ান মিন ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ৮ দেশের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৪ জন আন্তর্জাতিকমাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ডমাস্টার ও ২ জন ফিদেমাস্টারসহ মোট ১২ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এ প্রতিযোগিতায় নর্ম না হলেও হাল ছাড়ছেন না ফাহাদ রহমান। হ্যানয়ে ২৯ মে শুরু হবে আরেকটি গ্র্যান্ডমাস্টরস টুর্নামেন্ট। সেখানেও খেলবেন তিনি। এরপর কাজাখস্তানের জিএম টুর্নামেন্টেও অংশ নেবেন ফাহাদ। ফাহাদ এখন একটার পর একটা টুর্নামেন্টে অংশ নিচ্ছেন গ্র্যান্ডমাস্টারের নর্ম পাওয়ার প্রত্যাশায়। নর্মের খোঁজে কদিন আগে ইউরোপে দুটি দেশে খেলে এসেছেন।
আরআই/এমএমআর/এএসএম