ব্র্যাক ব্যাংক লিমিটেডের সহযোগিতায় ওয়েবসাইট (www.bskbd.org) চালু করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত এ ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ রোববার আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি জীশান কিংশুক হক এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।ওয়েবসাইটে বিশ্বসাহিত্য কেন্দ্রের সকল কার্যক্রমের তথ্য ও ইতিহাস ছবিসহ উপস্থাপন করা হয়েছে। এর ফলে দেশ-বিদেশের পাঠকরা কেন্দ্রের কার্যক্রমের হালনাগাদ তথ্য জানতে পারবেন।দেশের এবং প্রবাসের পাঠক ও শুভাকাঙ্ক্ষিরা যাতে বিশ্বসাহিত্য কেন্দ্রের উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদান করতে পারেন সে জন্য ওয়েবসাইটে একটি এ্যাকাউন্ট নম্বর উল্লেখ করা আছে। এ্যাকাউন্টের নাম : বিশ্বসাহিত্য কেন্দ্র, নম্বর : ১৫২০২০২৪৪৬১৬৭০০১ (ব্র্যাক ব্যাংক লিমিটেড)।