জাতীয়

হেনার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির মেধাবী ছাত্রী চাঁদনী আক্তার হেনার খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলাধীন জাজিরা  গার্লস স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্রী চাঁদনী গত বছরের ১১ মার্চ নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্য, এলাকাবাসী এবং পুলিশ বহু খোঁজাখুঁজির পর স্থানীয় খালের পাড় থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।তারা বলেন, এ ঘটনায় প্রথমে জাজিরা থানায় একটি অজ্ঞাত মামলা দায়ের করা হয়। পরে ১৩ মার্চ জেলা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ জনের নাম উল্লেখ করে অপর একটি মামলা হয়। পুলিশ উভয় মামলায় বান্ধবী পাখিসহ মোট ৪২ জনকে গ্রেফতার করে এদের মধ্যে পাঁচজনকে কারাগারে পাঠান আদালত।কিছুদিন পর ওই পাঁচ আসামী জামিন পেলেও এখন পর্যন্ত মামলার চার্জশীট দেয়া হয়নি।  জাজিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশন, রাউজিং স্টার, ফ্রেন্ডস অ্যান্ড ফিফটিন, এসডিও, হিমু পরিবহন, জাজিয়া ডেভলেপমেন্ট ফাউন্ডেশন, উই কেয়ার অর্গানাইজেশন নামক সংগঠন ওই মানববন্ধনের আয়োজন করে ।এএস/এমএমডেজ/এএইচ/পিআর