জাপানে ভয়াবহ সুনামির পাঁচ বছর আজ। দেখতে দেখতে সেই দুঃসহ স্মৃতির পাঁচ বছর কেটে গেছে। ২০১১ সালে আঘাত হানা ভয়াবহ ওই সুনামিতে প্রাণ হারিয়েছে ১৫ হাজার ৮শ ৯৪ জন। এছাড়া এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে ৫শ ৬১ জন। ২০১১ সালে মার্চের ১১ তারিখে স্থানীয় সময় বেলা ২টা ৪৬ মিনিটে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল দেশটিতে। সেসময় সুনামির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইয়াতে, ফুকুশিমা, মিয়াগি এবং সেন্দাই প্রদেশের উপকূলবর্তী এলাকা। সেদিনের সেই ভয়াবহ স্মৃতি স্মরণ করে স্থানীয় সময় বেলা ২টা ৪৬ মিনিটে এক মিনিট নীরবতা পালন করা হবে। টোকিওতে শোক সমাবেশে ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শিনজো আবে এবং সম্রাট আখিহিতো। সুনামির পর দুর্গত এলাকায় ৬ লাখ পুলিশ মোতায়েন করা হয়েছিল। তারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল। সুনামির পর প্রথমদিকে কিছু মৃতদেহ পাওয়া গেলেও এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে বহু মানুষ। মিয়াগি প্রদেশে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে ২শ ৩৬ জন। ফুকুশিমায় ১ হাজার ১শ ২৪ জন এবং চিবো প্রদেশে এখনও ২ জন নিখোঁজ রয়েছে।টিটিএন/পিআর