দেশজুড়ে

রাজস্থলী থেকে অপহৃত স্কুলছাত্র বান্দরবানে উদ্ধার

রাঙামাটির রাজস্থলী থেকে বিজয় মারমা নামে (৭ ) অপহৃত এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ । আটকরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শুক্কুর পুর গ্রামের আলাউদ্দিনের ছেলে সানাউদ্দিন, ইসলামপুর গ্রামের মনসুল আলীর ছেলে মো. রাসেল এবং মাইসছড়া এলাকার ফকর মৌলভীর ছেলে আলমগীর ।অপহৃত বিজয় মারমা গাইন্দা বাজারের বাসিন্দা প্রু থোয়াইয়ু মারমার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বিজয় মারমা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। স্কুল ছুটির পর বাসায় না ফেরায় পরিবারের লোকজন বিষয়টি নিকটস্ত থানায় জানায়। পরে পুলিশ রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং অপহৃত শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করায়।বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, অজ্ঞান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজস্থলী থানা পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে।সৈকত দাশ/এসএস/পিআর