আন্তর্জাতিক

লিবিয়ায় বাড়ছে আইএসের কর্মকাণ্ড

লিবিয়ায় আইএসের কর্মকাণ্ড বাড়ছে। দেশটির রাজনীতি এবং নিরাপত্তা ক্ষেত্রকে শোষণ করছে আইএস। খবর এনডিটিভির। যুদ্ধ-বিধ্বস্ত উত্তর আফ্রিকার দেশটিতে আইএস তাদের কর্মকাণ্ড আরো বিস্তৃত করেছে এবং বিভিন্ন এলাকাকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে। বৃহস্পতিবার জাতিসংঘের বিশেষজ্ঞদের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  জাতিসংঘের এক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, জঙ্গি গোষ্ঠী দেশটির কেন্দ্রিয় শহর সিরতি দখল করেছে। তারা তাদের অভিযান সাবরথা এবং রাজধানী ত্রিপোলির দিকে বিস্তৃত করেছে। ইতোমধ্যেই দেশটিতে গণহত্যা, শিরশ্ছেদসহ নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালাচ্ছে আইএস। তারা দেশটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করেছে। টিটিএন/এমএস