কুষ্টিয়ায় সৎ ভাইকে কুপিয়ে হত্যায় মিলন হোসেন (৩৮) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৯ মে) বিকেল ৪টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ আদেশ দেন।
Advertisement
মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মণ্ডলের ছেলে। মামলায় সোহেল রানা নামের আরেক আসামিকে খালাস দেওয়া হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মণ্ডলের ছেলে মিলন হোসেনের সঙ্গে তার সৎ ভাই ফামিদ হোসেনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ২০২১ সালের ১১ এপ্রিল সকালে মিলন মাংস কাটার চাপাতি দিয়ে ফামিদকে হত্যা করে।
আরও পড়ুন: স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
Advertisement
ঘটনার পরদিন ফামিদের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মিলন হোসেন ও সোহেল রানাকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। আদালত ৯ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে মিলন হোসেনকে মৃত্যুদণ্ড ও অপর আসামি সোহেল রানাকে খালাস দেন।
আল-মামুন সাগর/আরএইচ/এএসএম