আরব লীগের মহাসচিব নির্বাচিত হয়েছেন মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল ঘেইত। ৭৩ বছর বয়সি আবুল ঘেইতই ওই পদের জন্য একাই লড়ছিলেন। ২২ সদস্য দেশের এ সংগঠনটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এমন এক সময় ঘেইতকে আরব লিগের মহাসচিব নির্বাচিত করা হলো যখন যুদ্ধ-বিধ্বস্ত মধ্যপ্রাচ্যের অবস্থা অত্যন্ত শোচনীয়। এছাড়া গত পাঁচ বছরে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ও দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইস্যু ও আঞ্চলিক শক্তি প্রদর্শনে চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদ আরবের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। এছাড়া আরব উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ইসলামিক স্টেটের কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে। জাতিসংঘের সাবেক দূত আবুল ঘেইত ২০০৪ সালে মিসরের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক হোসনি মুবারকের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০১১ সালে গণঅভ্যুত্থানে মুবারকের পতন হলে মন্ত্রিত্ব থেকে বিদায় নিতে হয় ঘেইতকে। তখন থেকেই রাজনীতিতে দেখা যায়নি সাবেক এই মন্ত্রীকে। মিসরের রাজধানী কায়রোতে আরব লীগের প্রধান কার্যালয়। ঐতিহ্যগতভাবে সংস্থাটির মহাসচিব পদে মিসরের প্রবীণ রাজনীতিবিদকে নির্বাচন করা হয়। আরব লীগের বর্তমান মহাসচিবের দায়িত্ব পালন করছেন নাবিল আল-আরাবি। আগামী জুলাই মাসে এ পদে তার মেয়াদ শেষ হবে। এসআইএস/এমএস