আন্তর্জাতিক

বেলুচিস্তানে ভবনধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু

বেলুচিস্তানে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভবনধসের ঘটনায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার শেরানি জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। খবর ডনের।খবরে বলা হয়েছে, শেরানি জেলার ঝোবসহ বেশ কিছু এলাকায় ভারি বর্ষণের কারণে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে ভবনধসের ঘটনায় একই পরিবারের মা, তার তিন মেয়ে এবং এক ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। টিটিএন/এবিএস