আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থীরা একমঞ্চে দাঁড়িয়ে, হাতে হাত রেখে, টাকার প্রভাব খাটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কাজ করার অঙ্গিকার বদ্ধ হয়েছেন। একই সঙ্গে তারা নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতসহ কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথাও ব্যক্ত করেন। ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেল ৩টায় টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত প্রার্থীদের পরিচিতি ও জনতার মুখোমুখি অনুষ্ঠানে তারা এ অঙ্গিকার করেন। প্রার্থীরা হলেন, মো. মজিবুল হক আকন্দ (নৌকা), মো. আনিচুর রহমান পান্নু (ধানের শীষ) ও মো. আপেল মাহমুদ (হাত পাখা)। সনাক সহ-সভাপতি সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ভোটাররা প্রার্থীদের কাছে সরাসরি বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং পরে প্রার্থীরা তার জবাব দেন। এছাড়া ভোটাররা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, মিথ্যাচারী, যুদ্ধাপরাধী, নারী নির্যাতনকারী, মাদক ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী ও কালো টাকার মালিকসহ গণবিরোধী ব্যক্তিকে ভোট না দিয়ে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে ভোট দেয়ারও শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান সনাকের আরেক সহ-সভাপতি রাবেয়া কবির শিল্পী। সনাকের স্থানীয় সরকার উপ-কমিটির আহ্বায়ক একেএম সামসুল আলম বেলাল ও টিআইবির প্রোগ্রাম ম্যানেজার মো. আতিকুর রহমান আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনাকের স্বজন সদস্য মো. নজরুল ইসলাম তালুকদার। আতিকুর রহমান/এআরএ/এমএস