আন্তর্জাতিক

ইরাকে আরো সেনা পাঠালো ব্রিটেন

ইরাকে আরো সেনা পাঠিয়েছে ব্রিটেন। শনিবার এক বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের শক্তিশালী এবং নিজেদের অভিযানকে আরো জোরদার করতে ইরাকে আরো সেনা মোতায়েন করা হয়েছে। এ সম্পর্কে প্রতিরক্ষা সচিব মাইকেল ফেলোন বলেন, ইরাকে সেনাদের প্রশিক্ষণ এবং দু`দেশের সেনাদের মধ্যে বন্ধন আরো দৃঢ় করতে ইরাকে আরো ৩০ সেনা মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকেও প্রেরণ করা হয়েছে।   এতে করে ইরাকে সেনাবাহিনীর প্রশিক্ষণ মিশনে মোট বিট্রিশ সৈন্যর সংখ্যা হলো ৩শ। তবে অতিরিক্ত সেনাদের বিসময়াহ এবং বাগদাদের বাইরের প্রশিক্ষণ শিবিরে মোতায়েন করা হবে বলে ধারণা করা হচ্ছে।  ইতোমধ্যেই আইএসকে লক্ষ্য করে ইরাক ও সিরিয়ায় বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে বিট্রেন। বুধবার টর্নেডো এবং টাইফুন নামে দু`টি ব্রিটিশ বিমান ইরাকের উত্তর এবং পশ্চিমাঞ্চলে চারটি হামলা চালিয়েছে। এছাড়া আইএসের বেশ কয়েকটি অস্ত্র ঘাঁটি এবং অবস্থানকে লক্ষ্য করে বৃহস্পতিবার ওই একই এলাকায় আরো পাঁচটি হামলা চালানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। টিটিএন/এমএস