দেশজুড়ে

জীবননগরে ডাকাতির ঘটনায় আহত ২

চুয়াডাঙার জীবননগর উপজেলার উথলী গ্রামের একটি বাড়িতে শুক্রবার মধ্যরাতে ডাকাতির সময় ডাকাতদের ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন।আহতরা হলেন, গৃহকর্তা মো. হাবিবুর রহমান (৫৫) ও তার স্ত্রী ফেরদৌসি রহমান (৪৮)। ফেরদৌসি রহমানকে মুমূর্ষু অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাড়ির লোকজন ও পুলিশ  জানায়, শুক্রবার রাত ২ টার সময় জীবননগর উপজেলার উথলী গ্রামে বিজিবি ক্যাম্প থেকে মাত্র ৫০০ গজ দুরে  হাবিবুর রহমানের বাড়িতে ১২/১৩ জনের সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে হাবিবুর রহমান ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ চার লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ সময় ফেরদৌসি রহমান চিৎকার শুরু করলে ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে টহল পুলিশ আসলেও ততক্ষণে ডাকাতদল পালিয়ে যায়।জীবননগর থানা পিালশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাত দলের সদসদ্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। সালাউদ্দীন কাজল/এফএ/এমএস