সাহিত্য

মালেক মল্লিকের তিনটি কবিতা

আলোর সবুজকবির তরবারি আজ নির্ঘুম শব্দ বোনে নির্যাতিত খাতায়,ঘুম পাড়ানি মাসি-পিসি করে মৃত্যুর চাষাবাদ নয়নের পাতায়।স্বপ্ন খামারে আজ জ্বলে-পুড়ে ছাড়খাড় চেতনার শস্য,পূঁজার বেদীতে আজ ঠাঁই নেই পুরোহিতের সমাসীন বৈশ্য।চালাক স্রোতে আজ ভেসে চলা সময় বড়ই অবুঝ,অনাগত অতিথি অপেক্ষায় থেকো পাবে আলোর সবুজ।****আঁধারের পথআমি মানসিক রোগীপ্রতিবন্ধী মস্তিষ্ক নিয়ে প্রতিদিন পথ চলিহৃদগহ্বরে ঝুলে আছ পিতা-মাতার স্বপ্ন।আঁধার পথে হেঁটে চলছি অজানা পথেদেওয়ালের ওপারে আলোর মিছিলপ্রতিদিন রাত জাগি সূর্য ওঠা ভোর দেখারকিন্তু ক্রুশবিদ্ধ যীশুর ঘুমকিছুতেই দেখতে দেয় না আলোর ভোর।****না লায়লী না জুলেখাজীবন থেকে ঝরে যাওয়া মৃত দিনগুলোর মতইতুমিও আজ আমার কাছে বিগত।অতীত দিবসের যৌবন ফিরে পাবো না কখনোই-তবু নস্টালজিয়া ফিরে পাওয়ার আশায় হাত বাড়াই অন্ধকারে।পূণ্যবানের কবরে শান্তি খুঁজি আজ হৃদগহ্বরে অথচ কলিজা জুড়ে সতীদাহ যন্ত্রণা।প্রসূতি মৃত্তিকার উর্বরতা আজ মস্তিষ্ক আমারপ্রতিদিন চেতনা বারুদের কবিতার জন্ম দেয়কলম তরবারি।পৃথিবীর মানুষ- হত্যাকারীকে দেখেছে,যুদ্ধবাজকে দেখেছে- হৃদয় খুনিকে দেখেছি কেবল আমি।তুমি না লায়লী না জুলেখাতবু তোমার প্রেম জীবাশ্মফেরাউনের কঙ্কালের মত আজো জীবন্ত।এসইউ/এবিএস