দেশজুড়ে

ঝড়ে আম কুড়াতে গিয়ে প্রাণ গেলো নারীর

জয়পুরহাটের কালাইয়ে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে আছিয়া বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া বেগম কালাই উপজেলার মাত্রাই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিকেলে ঝড় শুরু হলে আছিয়া বেগম তার বাড়ির আমগাছের নিচে আম কুড়াতে যান। এসময় একটি ডাল ভেঙে পড়ে তিনি আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এসআর/জিকেএস