সাহিত্য

লাইফ সাপোর্টে কবি রফিক আজাদ

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কবি রফিক আজাদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকাল থেকে লোকমুখে তিনি মারা গেছেন এমন সংবাদ ছড়িয়ে পড়ে। আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্খিরা হাসপাতালে ছুটে আসেন। এ ব্যাপারে দুপুর ২টায় হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব) আবদুল মজিদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মৃত্যুর খবরকে গুজব উল্লেখ করে বলেন, কবির শারীরিক অবস্থা সংকটাপন্ন, তিনি লাইফ সাপোর্টে আছেন। তবে তিনি মারা যাননি। মৃত্যুর খবর নিছক গুজব। অতি উৎসাহী কিছু লোক এ গুজব ছড়াচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।এমইউ/জেএইচ/এমএস