কক্সবাজারের টেকনাফে ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হ্নীলা লেদা এলাকায় সংঘঠিত এ ঘটনায় একজন এসআই ও একজন আনসারসহ পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর পাল, কনস্টেবল আলাউদ্দীন, দিদারুল আলম, আনসার সদস্য সাইদুল ইসলাম, সুলতান আহাম্মদ ও ড্রাইভার আব্দুর শুক্কুর। পুলিশ সূত্র জানায়, শনিবার ভোরে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেফায়েত ও সুবীর পালের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী নূরুল হুদার বাড়িতে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসীরা পুলিশের উপর অর্তকিত হামলা চালায়। এতে এসআই, পুলিশ ও আনসার সদস্যসহ ৬ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং গুরুতর আহত আনসার সদস্য সুলতান আহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে থানা পুলিশের বিশেষ টিম হামলাকারীর খোঁজে লেদা এলাকার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) গৌতম রায় সরকার জানান, চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আটক করতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। তবে অপরাধী ধরতে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। সায়ীদ আলমগীর/এফএ/এমএস