দেশজুড়ে

যৌন হয়রানির অভিযোগে বখাটের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীর আলম (২২) নামে এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ অাদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের বিল্লাল খাঁর ছেলে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দীর্ঘদিন ধরে বখাটে জাহাঙ্গীর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনার্স ১ম বর্ষে অধ্যয়নরত একই এলাকার এক ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিল। শনিবার সকালে জাহাঙ্গীর ওই কলেজছাত্রীর পথরোধ করলে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।আজিজুল আলম সঞ্চয়/এফএ/এবিএস