দেশজুড়ে

ভারত-বাংলাদেশের মধ্যে আত্মীক সম্পর্ক গড়ে উঠেছে : উইকে

ভারত সরকার বাংলাদেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, সারকারখানাসহ বিভিন্ন খাতে উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান অব্যহত রেখেছে। ফলে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে একটা আত্মীক সম্পর্ক গড়ে উঠেছে বলে বলেছেন বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতের ফার্স্ট সেক্রেটারী রাজেশ উইকে। শনিবার সকালে খুলনার ডুমুরিয়ায় কেন্দ্রীয় কালিবাড়ি মঠে আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি একথা বলেন।অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি রাজেশ উইকে তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তিতে এদেশের সার্বিক উন্নয়নে ভারত সরকার সহযোগিতা করে চলেছে। এদেশের উন্নয়নের ক্ষেত্রে বর্তমান শেখ হাসিনার সরকার নিরলশভাবে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে ভারতের আর্থিক সহায়তার এই ধারা অব্যহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।খুলনার ডুমুরিয়া উপজেলায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতের ফার্স্ট সেক্রেটারী রাজেশ উইকের সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অরুণ দেবনাথ। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রভাষক গোবিন্দ ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি রবীন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, পূজা পরিষদ নেতা সুবোধ বিশ্বাস, নির্মল চন্দ্র বৈরাগী ও শোভা রানী হালদার, আ.লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার প্রমুখ।আলমগীর হান্নান/এফএ/আরআইপি