রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকা থেকে মো. আরিফ (২৩) নামে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৬ জুন) এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।
তিনি জানান, সোমবার (৫ জুন) র্যাব-১০ এর একটি দল রায়েরবাজার এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ধর্ষণ মামলার পলাতক আসামি আরিফকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে তিনি জানান, গ্রেফতার আসামি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএসএম/এমএএইচ/এএসএম