দেশজুড়ে

সাভারে সরকারদলীয় এমপির কারখানায় ডাকাতি

সাভারের সরকারদলীয় সংসদ সদস্য ডা. এনামুর রহামান এনামের মালিকানাধীন একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাতে রাজফুলবাড়ীয়া রাজাঘাট এলাকায় সানশাইন কনজুমার্স লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।   এসময়, নগদ টাকাসহ প্রায় পঁচিশ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।কারখানা কৃর্তপক্ষ জানায়, ভোর রাতে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এনামের মালিকানাধীন সানশাইন কনজুমার্স লিমিটেড কারখানার দেয়াল টপকে ১০-১৪ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে। এসময় ডাকাতরা কারখানার নিরাপত্তা কর্মী মোস্তাফিজার রহমানসহ ১০ জনকে হাত পা চোঁখ বেধে অস্ত্র ও ছুরির ভয় দেখিয়ে কারখানার মজুদ রাখা বিশ টন চাল লুট করে। যার আনুমানিক মূল্য প্রায় পঁশিচ লাখ টাকা। কারখানায় থাকা কয়েকটি ল্যাপটপও নিয়ে যায় ডাকাতরা। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামুরুজ্জামান বলেন, সংসদ সদস্যের কারখানায় ডাকাতি হওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেফতারে জোর অভিযান চলছে বলেও জানান তিনি। আল-মামুন/এসকেডি/এবিএস