ফরিদপুরের সালথায় নিরোধ চন্দ্র শিকদার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার এসআই মো. জিলুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বটরকান্দা গ্রামের হাকিম মোল্যার ছেলে আলেম মোল্যাকে (২২) গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আলেম মোল্যা এ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।তদন্তকারী কর্মকর্তা আরো জানান, আলেম এই হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় ফরিদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম সরোয়ারের আদালতে জবানবন্দি দিয়েছেন। চুরির পথ সুগম করার জন্য নিরোধ শিকদারকে গলায় গামছা পেছিয়ে ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে হত্যা করে বাড়ির পাশের পুকুর পাড়ে ফেলে রাখে। এরপর ঘরে ঢুকে নগদ টাকাসহ বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে যায় বলে আসামি আলেম জানায়।সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, আলেম মোল্যার জবানবন্দি মোতাবেক রামকান্তপুর গ্রামের মৃত লতিফ খানের ছেলে রাসেল খানকে (২৫) গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মৃত মোকন্দ শিকদারের ছেলে নিরোধ চন্দ্র শিকদার প্রকৃতির ডাকে সারা দেয়ার জন্য ঘর থেকে বের হয়। এরপর সকালে বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গলায় প্যাঁচের দাগ ও বুকের উপর আঘাতের চিহ্ন ছাড়া তার মৃত্যুর কোনো রহস্য খুঁজে পায়নি পরিবার ও পুলিশ।এ ঘটনায় নিহতের ছেলে অপূর্ব কুমার শিকদার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৭, তাং ২১/০২/১৬ ইং।এস.এম. তরুন/এআরএ/আরআইপি