ঢাকায় বাংলাদেশ-ভারত কটন ফেস্টিভাল-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ-ভারত কটন ফেস্টিভাল উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান কটন অ্যাসোসিয়েশন লিমিটেডের আয়োজনে এ ফেস্টিভাল অনুষ্ঠিত হয়। এসময় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনব্যাপী এই কটন ফেস্টিভালে উপস্থিত ছিলেন বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশের প্রতিনিধিগণ। এতে প্রয়োজনীয় আলোচনা পর্বে স্থান পায়, বন্দর সুবিধার মধ্যে : সমুদ্র বন্দর ও স্থলবন্দর নিয়ে বাংলাদেশের অবকাঠামোগত বিষয় এবং তুলার উৎপাদন ও এর চ্যালেঞ্জসমূহ।উদ্বোধনী অনুষ্ঠানে তার ভাষণে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা জানান, বাংলাদেশ হচ্ছে ভারতের সর্ববৃহৎ তুলা ও তুলাজাত পণ্য সরবরাহকারী দেশ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ইন্ডিয়ান কটন অ্যাসোসিয়েশন লিমিটেডের প্রেসিডেন্টসহ এফবিসিসিআই, আইবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ’র মত বাংলাদেশের প্রধান-প্রধান শিল্প সংশ্লিষ্ট সমিতির প্রধানগণ উপস্থিত ছিলেন। একে/আরআইপি