দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় গামের্ন্টস কর্মী নিহত : প্রতিবাদে সড়ক অবরোধ

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগির এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক গার্মেন্টকর্মী নিহত হয়েছেন। নিহতের নাম মর্জিনা বেগম (৩০)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখণ্ডা গ্রামের তারা মিয়ার স্ত্রী। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, স্থানীয় তারাসিমা নামের পোশাক কারখানার শ্রমিক মর্জিনা বেগম জাগির এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী  মহাসড়কের জাগির এলাকায় অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এলাকাবাসী জানান, একই জায়গায় এর আগেও বেশ কয়েকজন পথচারী মারা গেছেন। সেখানে একটি গতিরোধক নির্মাণের দাবি তাদের দীর্ঘদিনের। কিন্ত, এ ব্যাপারে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না।পরে থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন দুর্ঘটনাস্থলে একটি গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। এসময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।বি.এম খোরশেদ/এমএএস/আরআইপি