নোয়াখালীর সোনাইমুড়িতে চুরি করতে না পেরে অন্তঃসত্ত্বা গাভিসহ দুটি গরুকে কুপিয়ে হত্যা করেছে চোরের দল।
শুক্রবার (৯ জুন) ভোররাতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
গরু দুটির মালিক জহিরুল হক জানান, তিনি তিনটি গরু লালন-পালন করে সংসার চালান। শুক্রবার ভোররাতে মুখোশধারী চার যুবক তার গোয়ালঘর থেকে গরুগুলো চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু চুরিতে ব্যর্থ হয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গরুগুলোকে মারাত্মক জখম করে। এতে অন্তঃসত্ত্বা একটি গাভিসহ দুটি গরু মারা যায়।
জহিরুলের স্ত্রী শাহিন আক্তার বলেন, ‘মেরে ফেলা গাভিটি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। আহত অন্য গরুটিকে স্থানীয় পশু চিকিৎসক এনে তিন হাজার টাকা দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। সেটির অবস্থাও ভালো নয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম