দেশজুড়ে

নবীনগরে বিএনপির সমর্থক আ.লীগের চেয়ারম্যান প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি সমর্থককে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করার অভিযোগ করা হয়েছে। এতে করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে জানান, শাহজাহান সিরাজ কোনো সময়ই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন না। তিনি সব সময়ই জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে বিএনপি প্রার্থীদের সমর্থক ছিলেন। আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাদ দিয়েই শাহজাহান সিরাজের নাম চূড়ান্ত করেছে উপজেলা ও জেলা আওয়ামী লীগ।তবে শাহজাহান সিরাজ জাগো নিউজকে বলেন, গত ১৯৯৬ সাল থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দলীয় কিছু নেতাকর্মী না পাওয়ার বেদনায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছেন। যদিও তিনি এখনো আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পাননি।এদিকে, শনিবার বিকেলে এর প্রতিবাদে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানবন্ধনে আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও মোর্শেদ আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ফয়জুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হান্নান প্রমুখ।এসময় বক্তারা বলেন, ইউনিয়নের আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বাদ দিয়েই বিএনপি সমর্থক মো. শাহজাহান সিরাজের নাম চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়েছে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তাই বিএনপির সমর্থককে বাদ দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।উল্লেখ্য, উপজেলার ২১ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে গত ২২ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পরদিন ২৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়। এতে শ্যামগ্রাম ইউনিয়ন থেকে শাহজাহান সিরাজের নাম চূড়ান্ত করা হয়।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/বিএ