জোকস

হাতুড়ি দিয়ে দরজা ভেঙে

হাতুড়ি দিয়ে দরজা ভেঙেতন্ময় : তোর ছোট ভাইটা এখন কী করছে? রাফি : কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল, এখন জেলে আছে। তন্ময় : কেন? রাফি : কারণ ও দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে দরজা ভেঙে!****ঐ হাসপাতালে হয়েছিলএক মহিলা বাসে সিট না পেয়ে-মহিলা : যে আমাকে সিটে বসতে দেবেন, তাকে আমি দেখাবো আমার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনটা কোথায় হয়েছে! সাথে সাথে একটি ছেলে সরে গিয়ে জায়গা করে দিল। মহিলাটি জানালার পাশে বসে আছে। এবার ছেলেটি বলল-ছেলে : এখন দেখান আপনার অপারেশনটি কোথায় হয়েছিল? বাস একটি হাসপাতালের কাছে এলে মহিলা সাথে সাথে বলে উঠল-মহিলা : ঐ তো, ঐ হাসপাতালে হয়েছিল!****বাবা-মা চিন্তা করছেনপ্রেমিকা তার প্রেমিককে বলছে- প্রেমিকা : তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। আমাকে কোনো কিছুর জন্য জোর করতে পারবে না। আর বার বার আই লাভ ইউ শুনতেও আমার ভালো লাগে না। প্রেমিক : আপা, বাড়িতে যান। আপনার বাবা-মা চিন্তা করছেন!****তোকে পেছনে রাখলেই হলো দুই বন্ধু গেছে গভীর জঙ্গলে। হঠাৎ ওরা মুখোমুখি হয়ে গেল এক ভাল্লুকের। দুই বন্ধু দে ছুট! ছুটতে ছুটতে থেমে গেল শুভ। তাড়াতাড়ি কাঁধে ঝোলানো ব্যাগ থেকে জুতোজোড়া বের করে পরতে শুরু করল। শুভর কাণ্ড দেখে থমকে গেল অন্তুও। বলল, ‘আরে বোকা, থামলি কেন? এখন কি জুতো পরার সময় আছে? তাছাড়া জুতা পায়ে দিয়ে দৌড়েও তুই ভাল্লুকটাকে পেছনে ফেলতে পারবি না।’ উত্তরে শুভ বলল, ‘ভালুককে পেছনে ফেলতে হবে না। তোকে পেছনে রাখতে পারলেই হলো!’এসইউ/এমএস