নাটোরের সিংড়ার কলেজপাড়ায় সাপের কামড়ে আনুসা ঘোষ নামে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু আনুসা ঘোষ কলেজপাড়া মহল্লার বাসুতোষ ঘোষের মেয়ে।
আনুসা ঘোষের চাচা সমির ঘোষ জানান, প্রতিদিনের মতো শিশু আনুসা ঘোষ তার মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। সকাল সাড়ে ৭টার দিকে আনুসা ঘুমিয়ে থাকা অবস্থায় চিৎকার দিলে তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা ছুটে আসেন। পরে আনুসার পায়ে রক্তসহ সাপের কামড়ের দাগ দেখতে পান তারা। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আনুসাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস