ধর্মশালার আবহাওয়া বুঝা বড় দায়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে অবিরাম বৃষ্টি অব্যাহত ছিল শনিবার দুপুর পর্যন্ত। পরে কিছুটা বিরতির পর বিকেলে ফের বৃষ্টি শুরু হয়। চলে রাত পর্যন্ত।সুখবর হলো রোববার সকাল থেকে ধর্মশালায় কোন বৃষ্টি হয়নি। এমন পরিস্থিতিতে আশার আলো দেখতেই পারে ওমান। কারণ বৃষ্টি অব্যাহত থাকলে নিশ্চিত স্বপ্নভঙ্গ হবে তাদের। বিনা বাধায় সুপার টেনে উঠে যাবে বাংলাদেশ।এদিকে সকাল থেকে ধর্মশালায় বৃষ্টি না হলেও আকাশ খুব একটা মেঘলা নয়, আবার ঝলমলে রোদ উঠেছে সেটিও বলা যাবে না। তবে আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, রোববার সন্ধ্যার পর ঝড়ো বৃষ্টির সম্ভাবনা আছে। যেহেতু বাংলাদেশ বনাম ওমানের ম্যাচটি রাত। ফলে একপ্রকার অনিশ্চয়তা তো থাকছেই।আরএ/এমআর/এমএস