খেলাধুলা

তামিমের চোখে কোহলিই সেরা

বর্তমান সময়ে ক্রিকেটের যে কোন ফরমেটে সেরা ব্যাটসম্যানদের নাম বলতে গেলে প্রথমেই চলে আসে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের নাম। ব্যাট হাতে একের পর এক তাণ্ডবে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন এ দুই ব্যাটসম্যান। তবে এদের মধ্যে সেরা কে? এমন এক প্রশ্নের জবাবে বিরাট কোহলিকেই বেছে নিলেন টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল। দেশের জনপ্রিয় জাতীয় "দৈনিক প্রথম আলোকে" দেয়া এক সাক্ষাতকারে তামিম বলেন, বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। তবে দুজনের মধ্যে যদি একজনকে আমার দলে নিতে হয়, আমি কোহলিকেই নেব।বিরাট কোহলি দেওয়া এক  ইন্টারভিউয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ও বলছিল, আমি বিগ হিটার না। গায়ে এমন শক্তিও নেই যে, গেইলের মতো প্রথম বলেই ছক্কা মেরে দেব। আমি তাই প্রপার ক্রিকেট শটই খেলি। টেস্টে যেমন খেলি, তেমনই খেলি। কোহলির ওই কথাটা থেকে আমি অনেক কিছু শিখেছি। টি-টোয়েন্টিতে ওর গড় ৫০, এটা কিন্তু বিরাট ব্যাপার। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের সেরা সময় পার করছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। আর মাত্র ১১ রান করলেই দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রানের মাইলফলক অতিক্রম করবেন তিনি। আরএ/এমআর/আরআইপি