ক্যাম্পাস

‘ঢাবির অমর একুশে হল’ বির্তকে চ্যাম্পিয়ন

‘রক্তে মশাল জ্বেলে জাগো, পোড়াতে অন্ধকার’ এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত বির্তক উসবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি ) অমর একুশে হল ডিবেটিং ক্লাব। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল বির্তকধারা তিন দিনব্যাপী  এ ‘বোরাক রিয়েল স্টেট ৯ম সূর্য সেন স্মারক আন্তঃক্লাব বিতর্ক উৎসব’ আয়োজন করে। শনিবার রাতে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়নদেরকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এতে অংশগ্রহণ করবে ৫৬ টি  বিতর্ক ক্লাব। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চূড়ান্ত পর্বে উপনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ডিবেটিং ক্লাব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ ডিবেটিং ক্লাব। তাদের বির্তকে বিষয় ছিল ‘এ সংসদ মনে করে প্রচলিত রাজনীতির বৈপ্লবিক পরিবর্তন ছাড়া ডিজিটাল বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়।’ এতে সরকার দলের হয়ে অংশগ্রহণ করে জাবি এবং বিরোধীদলে ছিল অমর একুশে হল। চ্যাম্পিয়ন হয়েছে অমর একুশে হল। সেরা বক্তা নির্বাচিত হয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য জালিশ মাহমুদ। সূর্যসেন বিতর্ক ধারার সভাপতি আহমেদ জোবায়েরর সভপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। সমাপনী বক্তা ছিলেন হলের প্রাধ্যক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এছাড়া উপস্থিত ছিলেন সূর্যসেন বিতর্ক ধারার মডারেটর আব্দুল মোমেন মিল্টন, ডিউডিএস এর সভাপতি জিএম আরিফুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে অর্থপ্রতিমন্ত্রী ২০১৬ সেশনের বির্তক ধারার ২১ সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি মনোনীত হয়েছেন মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান হোসেন আপেল। সহ-সভাপতি (১) সাইয়েদ শাফায়াত, সহ-সভাপতি (২) ফখরুল আমিন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, অর্থ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, দফতর সম্পাদক বনী আমিন রাকিব, প্রচার সম্পাদক মুকুল হোসেন, লিয়াজো সম্পাদক শাফিউর রহমান, অনুষ্ঠান সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।এমএইচ/জেএইচ/আরআইপি