দেশজুড়ে

ফল কিনে না দেওয়ায় সন্তানসহ মায়ের বিষপান, মারাই গেলো শিশুটি

নোয়াখালীর সুবর্ণচরে ফল কিনে না দেওয়ায় বাগবিতণ্ডার পর ১৩ মাসের শিশুসহ মায়ের বিষপানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা কহিনুর বেগমকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করলেও মারা গেছে কোলের শিশু আবু সাঈদ।

মঙ্গলবার (১৩ জুন) সকালে চর জুবলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরবাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আবু সাঈদ ওই গ্রামের রাজমিস্ত্রি আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহে সবার অজান্তে শিশু সন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন কহিনুর। পরে উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটি মারা যায়। মা কোহিনুর বেগমকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুর দাদা মো. আলা উদ্দিন বলেন, ‘অভাবের সংসারে ছেলেকে আপেল-মাল্টা খাওয়ানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়। পরে শাশুড়িও এ নিয়ে বকাঝকা করেন। এর জের ধরে আমার নাতিকে বিষপান করিয়ে ছেলের বউ নিজেও বিষপান করে।’

চরজুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু বলেন, ওই গৃহবধূর স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। সকালে কোহিনুর বেগমের সঙ্গে তার শাশুড়ির ঝগড়া হয়। এরপর তার শাশুড়ি ঘরের বাইরে চলে গেলে সে পরিবারের সদস্যদের অজান্তে নিজে বিষপান করে এবং শিশু ছেলেকে বিষপান করায়।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম