শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বঙ্গবন্ধু আন্তঃহল ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২-২৩-এ চ্যাম্পিয়ন হয়েছে শেখ লুৎফর রহমান হল। অভিষেক টুর্নামেন্টেই ফাইনাল ম্যাচে কবি কাজী নজরুল ইসলাম হলকে ২-১ গোলে হারিয়ে এ জয় ছিনিয়ে নেয় হলটি।
মঙ্গলবার (১৩ জুন) বিকালে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ। ম্যাচে শেখ লুৎফর রহমান হল তাদের জয় ছিনিয়ে নেয়। এর আগে শেকৃবির হলগুলোর মধ্যে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লুৎফর হল ৫ পয়েন্ট ও কবি কাজী নজরুল ইসলাম হল ৩ পয়েন্ট পেয়ে ফাইনাল নিশ্চিত করে।
ফাইনাল ম্যাচের শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। খেলার ২৮ মিনিটে আনাস মাহমুদের দুর্দান্ত গোলে নজরুল হলকে ১-০ গোলে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের খেলায় লুৎফর রহমান হলের এলমি হোসাইন দুর্দান্ত ফ্রি-কিকে (৪৬ মিনিট) সমতা ফেরায়। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে একই কায়দায় লুৎফর হলের এলমি ফ্রি-কিকে (৬৬ মিনিট) গোল করেন।
টুর্নামেন্টজুড়ে তরুণ উদীয়মান খেলোয়াড় হয়েছেন এলমি হোসাইন, সেরা গোলকিপার হয়েছেন রিফাত মাহমুদ, ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন এলমি হোসাইন (২), সেরা গোলরক্ষক হয়েছেন নবাব সিরাজউদ্দৌলা হলের মোহিউদ্দিন মুরশিদ সাইফ, সর্বোচ্চ গোলদাতা (৩) হয়েছেন এলমি হোসাইন ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন লুৎফর রহমান হলের সিমসং মার্ডি।
তাসনিম আহমেদ তানিম/এএএইচ/এমএস