নোয়াখালী সদরে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি পড়ে তানভীর হাসান (২৮) নামে এসিআই কোম্পানির স্থানীয় এক মেডিকেল প্রতিনিধি মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জুন) সকাল ৮টায় সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর চাঁদপুর জেলার কচুয়া থানায় আদানি বদন বাড়ির নুরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: ফল কিনে না দেওয়ায় সন্তানসহ মায়ের বিষপান, মারাই গেলো শিশুটি
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে সোনাপুর জিরো পয়েন্ট হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোডে যাচ্ছিলেন তানভির। এ সময় সড়কের পাশে নতুন বসানো বিদ্যুতের একটি খুঁটি হঠাৎ উপড়ে পড়ে। এতে খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় পাশে থাকা এক শিশু আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জিসান আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/জেএস/এএসএম