ক্যাম্পাস

শেকৃবি কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ। বুধবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই খবর জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস আগামী ১৫-০৬-২০২৩ তারিখ থেকে পি আর এল এ গমন করবেন বিধায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ২৫(৫) উপ-ধারা মোতাবেক অনুষদের পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. জাফর উল্লাহকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী মেয়াদের জন্য কৃষি অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হলো।

ডিন হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ ১৫-০৬-২০২৩ তারিখ হতে কার্যকর হবে।

অধ্যাপক জাফর উল্লাহ জাগো নিউজকে বলেন, আমি ডিন হিসেবে কাল (১৫ জুন) থেকে দায়িত্ব পালন করব। আমার চাকরির মেয়াদ আছে মাত্র সাড়ে চার মাস। এই স্বল্প সময়ে অনেক বড় ধরনের কাজ করা সম্ভব নয়। তবে আমি যতদূর পারি, ছাত্রদের অপ্রকাশিত ফলাফল দ্রুত প্রকাশের মাধ্যমে সেশনজট কমিয়ে আনার চেষ্টা করব। তাছাড়া ডিন্স-অ্যাওয়্যার্ড দেওয়ার ক্ষেত্রে কৃষি অনুষদ পিছিয়ে আছে। চেষ্টা করব আমার সময়েই ডিন্স অ্যাওয়্যার্ড দেওয়ার।

তাসনিম আহমেদ তানিম/এমআরএম/জেআইএম