কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নে সংবাদ সম্মেলন করে জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন আ.লীগ প্রার্থী আব্দুল হান্নান। রোববার দুপুরে তালবাড়িয়া ইউনিয়ন আ.লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান বলেন, জাসদ মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আরিফের কোনো নির্বাচনী ক্যাম্পে ভয়-ভীতি দেখানোর ঘটনাই ঘটেনি। বরং মশালের সমর্থকরা নৌকা প্রতিকের একটি নির্বাচনী অফিসে হামলা চালানোর চেষ্টা করলে তারা প্রতিহত করেন। আব্দুল হান্নান বলেন, জাসদের প্রার্থীর কোনো জন সমর্থন নেই, এ কারণে তিনি আওয়ামী লীগের লোকদের নামে মিথ্যা অভিযোগ তুলছেন।এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলামসহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।আল-মামুন সাগর/এফএ/আরআইপি