দেশজুড়ে

ফরিদপুরে অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ

মহাসড়কে থ্রি-হুইলার বা তিন চাকার গাড়ি বন্ধের দাবিতে ফরিদপুরের অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাতটা রুটের লোকাল বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।পরিবহন শ্রমিক মামুন মোল্লা জানান, যতক্ষণ মূল সড়কে থ্রি-হুইলার বা তিন চাকার গাড়ি থাকবে ততক্ষণ আমরা সকল বাস বন্ধ করে রাখবো। থ্রি-হুইলারের জন্য বাসের ইনকাম একবারে বন্ধ হয়ে গেছে। মালিকরা আমাদের ঠিকমত বেতন ভাতা দিতে পারছেন না, আমাদের পথে বসার অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ফরিদপুর মটর ওয়ার্কারস ইউনিয়ন এর সভাপতি জুবায়ের জাকির জানিয়েছেন, এইটা কোনো ধর্মঘট না, পেটের দায়ে শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতী পালন করছেন। প্রশাসনের সাথে আলোচনাও চলছে তারা ব্যবস্থা নিলে বাস চালু করে দেওয়া হবে।তবে ঢাকাসহ দূরপাল্লার গাড়ি চলাচল করছে বলেও তিনি জানান।তরুন/এফএ/আরআইপি