সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক মিশ্রপ্রবণতায় শেষ হয়েছে। সেই সঙ্গে কমেছে আগের দিনের চেয়ে টাকার অংকে লেনেদেনের পরিমাণ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উল্টো চিত্র লক্ষ্য করা গেছে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২১ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি টাকা।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৯৬ পয়েন্টে, সিএসই৫০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৫৩ পয়েন্টে, সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮১৮ পয়েন্টে এবং সিএসআই সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।সিএসইতে মোট ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৯৫টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৬ লাখ টাকা।এসআই/একে/আরআইপি