গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনহীন কলকাতা হারবাল নামের একটি চিকিৎসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও চীন থেকে আমদানি করা অবৈধ ফুড সাপ্লিমেন্ট ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৪ জুন) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ শহরের মহিমাগঞ্জ রোডে কলিকাতা হারবাল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এগুলো ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন গাইবান্ধা জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম। এসময় গোবিন্দগঞ্জ থানাপুলিশ সহযোগিতা করে।
জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র জানায়, অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কলকাতা হারবাল প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। প্রতিষ্ঠানটিতে কোনো বৈধ কবিরাজ না থাকলেও হারবাল চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। খবর পেয়ে জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এসময় বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা মানবদেহের জন্য ক্ষতিকারক ফুড সাপ্লিমেন্ট ও সাইনবোর্ড ধ্বংস করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, অভিযান চালিয়ে ক্ষতিকারক ফুড সাপ্লিমেন্ট ও প্রতিষ্ঠানের সাইনবোর্ড ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শামীম সরকার শাহীন/এসআর/জিকেএস