আসামির স্বজনকে থানায় আটকে রেখে নির্যাতনের ঘটনায় শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এখনো বহাল তবিয়তে কর্মরত আছেন নড়িয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির।
বৃহস্পতিবার (১৫ জুন) পুলিশ সদর দপ্তর থেকে ওই দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। আদেশের কপি শরীয়তপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছেছে। মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম ও সুরুজ উদ্দিন আহম্মেদকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল হক জাগো নিউজকে বলেন, পদ্মা সেতুর দক্ষিণ থানার ওই দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের শরীয়তপুর থেকে অন্যত্র সংযুক্ত করার আদেশ হয়েছে। এর আগে ওসি মোহম্মদ মোস্তাফিজুর রহমানকে পদ্মা সেতু দক্ষিণ থানা থেকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইন্সে রাখা হয়েছিল।
আরও পড়ুন: ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তা বিরুদ্ধে
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে সাইফুল বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দ্রুত বিষয়টি আনুষ্ঠানিক জানানো হবে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, আবু জাফর ঠান্ডু চোকদার ১ জুন পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন, ৩১ মে রাতে তাকে বাড়ি থেকে থানায় তুলে আনেন জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ। এরপর থানার একটি কক্ষে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন করেন নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও থানার ওসি মোস্তাফিজুর রহমান।
একটি ছিনতাই মামলার আসামি তার (ঠান্ডুর) আত্মীয় সাদ্দাম চোকদার, তার বাবা বাদশা চোকদার, বকুল চোকদার ও বকুল চোকদারের বাবা রশিদ চোকদারের পক্ষে ৭২ লাখ টাকা দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তারা তাকে চাপ দেন। বিনিময়ে নাওডোবা বাজারে থাকা ওই ব্যক্তিদের দুটি দোকান তাকে লিখে দেওয়া হবে।
আরও পড়ুন: অভিযুক্ত পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি ক্লোজড
সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে ওসি মোস্তাফিজুর রহমানের মোবাইল নম্বরে কল দিলে তিনি রিসিভ করেননি।
বর্তমানে থানার ওসির দায়িত্ব পালন করছেন সুরুজ উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, সাময়িক বরখাস্তের বিষয়ে এখনো কোনো বার্তা পাইনি। আর আমার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেওনি। এরপরও আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ আমি পালন করতে বাধ্য হবো। আমি বর্তমানে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব হিসেবে পালন করছি।
এসজে/এএসএম