নীলফামারীতে প্রদর্শিত হয়েছে তিস্তাপাড়ের জীবন সংগ্রাম নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘সাঁতাও’। জেলার প্রদর্শিত প্রথম শোতেই ব্যাপক সাড়া পেয়েছে সিনেমাটি।
শুক্রবার (১৬ জুন) সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৯৭ মিনিটের চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। এ সময় শিল্পকলা একাডেমির ৩৫০ আসনের মধ্যে ২০০ আসনই দর্শক পায় সিনেমাটি।
খোঁজ নিয়ে জানা যায়, রংপুর অঞ্চলের গ্রামীণ জীবনকে উপজীব্য করে গণ-অর্থায়নে নির্মিত জনপ্রিয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’ এর চারটি শো প্রদর্শিত হবে নীলফামারীতে। প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৮ টায় মোট দুটি শো প্রদর্শন হবে এখানে। এর মধ্যে আজ দুটি শো প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্রটি দেখার জন্য দর্শকদের সংগ্রহ করতে হয়েছে টিকিট, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। শিল্পকলা একাডেমিতেই পাওয়া যাচ্ছে সেই টিকিট।
এদিকে সাঁতাও দেখার পর সন্তোষ প্রকাশ করেছেন দর্শকরা। দেখার আগ্রহ আছে সব শ্রেণির মানুষের। আগামী শোর অগ্রিম টিকিট সংগ্রহ করতে দেখা গেছে অনেককে।
জয়তি রানী নামের এক ব্যাংক কর্মকর্তা বলেন, এটা আসলে গ্রামীণ চিত্রের একটি সামাজিক ছবি। এমন সিনেমা তো এখন বিরল। যা দেখলাম আমার ভালো লেগেছে। প্রথম সিন দেখেই কান্না পেয়েছে। অনেক ভালো হয়েছে মুভিটা।
রুবেল ইসলাম নামের আরেক দর্শক বলেন, আমাদের উত্তরাঞ্চলের মানুষের হৃদয়ের রক্তক্ষরণের চিত্র ফুটে উঠেছে সিনেমাটিতে। তুলে ধরা হয়েছে গ্রামীণ চিত্র। সব থেকে ভালো লাগার বিষয় এই চলচ্চিত্রে যে ভাষা, সেটি আমাদের রংপুরের আঞ্চলিক ভাষা৷ এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। হাফ টাইম পর্যন্ত দেখলাম। অত্যন্ত ভালো লেগেছে।
বন্ধুদের নিয়ে সাঁতাও দেখতে এসেছেন শিক্ষার্থী রনি মিয়াজি। একশন রোমাঞ্চকর সিনেমার ভিড়েও এমন নির্মাণের প্রশংসা করে তিনি বলেন, আমরা সব সময় একশন, রোমান্টিক আলাদা ধাঁচের সিনেমা দেখি। সখ করে আসলাম সিনেমাটি দেখতে। ভালোই লাগল। আসলে আমি অভিভূত হয়েছি। এটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে।
সাঁতাও সিনেমার নির্মাতা খন্দকার সুমন জাগো নিউজকে বলেন, আমাদের এ ধরনের সিনেমাগুলো হল মালিকরা নিতে চায় না। এমনিতেই আমাদের হল কম। আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় বিভিন্ন জেলায় সিনেমাটি প্রদর্শন করছি।
তিনি আরও বলেন, চলচ্চিত্রটি এ অঞ্চলের মানুষদের নিয়েই তৈরি। যারা মুভিটা দেখছে তারা নিজেদেরই দেখতে পাচ্ছে। তাদেরই জীবন চিত্র দেখতে পাচ্ছে। নীলফামারীতে ব্যাপক সাড়া পেয়েছি আমরা। ৩৫০ টি সিটের মধ্যে এখন পর্যন্ত ১৫০ টির বেশি টিকিট বিক্রি হয়েছে। কেবল শুরু আরও হবে ইনশাআল্লাহ।
রাজু আহম্মেদ/এসজে/এএসএম