স্পিনার আরাফাত সানিকে খেলানোর একটা সম্ভাবনা ছিল। চেন্নাইয়ের শ্রী রামচরন বিশ্ববিদ্যালয়ে বায়ো-মেকানিক্যাল পরীক্ষা দিয়ে আসার পর ফল ঘোষণা না হওয়া পর্যন্ত খেলতে পারবেন আরাফাত। সে কারণে ধারণা করা হয়েছিল, খেলানো হবে হয়তো সানিকে। তবে, ওমানের বিপক্ষে স্পিনের চেয়ে পেস শক্তির ওপরই নির্ভর করছে বাংলাদেশ। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা দলে কোন পরিবর্তন আনা হয়নি। চার পেসার নিয়েই ওমানের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ।বিশ্বকাপের মূল পর্বে উঠতে হলে এই ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। ফলে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের দিকেও তাকিয়ে থাকবে ক্রিকেট প্রেমীরা। তামিম-সৌম্য-সাব্বিররা কী করে সেটাই দেখতে চাইবে সবাই। মাশরাফির সঙ্গে পেস অ্যাটাকে রয়েছেন তাসকিন-আল আমিন এবং আবু হায়দার রনি। স্পিন বোলিং সামলাবেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ। ওমানও কোন পরিবর্তণ আনেনি তাদের দলে। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা একাদশই বহাল রেখেছে বাংলাদেশের বিপক্ষে।বাংলাদেশ দলতামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ এবং আল আমিন হোসেন।ওমান দলনিশান মাকসুদ, কাওয়সার আলি, জতিন্দর সিং, আদনান ইলিয়াস, আমির কলিম, সুলতান আহমেদ, মেহারন খান, আমির আলি, এবি লালচিতা, এম আনসারি এবং বিলাল খান।আইএইচএস/এবিএস