সীমানা সংক্রান্ত জটিলতায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়নের দ্বিতীয় দফার অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা হয়েছে। পৃথক তিনটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রোববার এ আদেশ দেন। সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। মোহনগঞ্জ ইউনিয়নের পক্ষে বাদশা মিয়া, রাজিবপুর ইউনিয়নের পক্ষে আক্তারুজ্জামান এবং কোদালকাটি ইউনিয়নের পক্ষে রুহুল আমিন সীমানা বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক তিনটি রিট আবেদন করেন। জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নাজমুল হোসেন/এআরএ/এবিএস