দেশজুড়ে

ভৈরব পৌর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

দীর্ঘ ২২ বছর পর ভৈরবে পৌর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

আংশিক কমিটি ঘোষণার দীর্ঘ ২১ মাস পর শনিবার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান বৃহস্পতিবার (১৫ জুন) এই নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন।

জানা যায় , সর্বশেষ ভৈরব পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল ২০০১ সালে। এই কমিটি মেয়াদ ছিল তিন বছর। কিন্তু তিন বছরের কমিটি ২০ বছর দায়িত্ব পালন করেছে। মেয়াদহীন কমিটি দিয়ে দল চলেছে দীর্ঘদিন। নতুন কমিটিতে সহ-সভাপতি করা হয় ১১ জনকে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ- সভাপতি বাদ দিলে বাকি ৮৮ জন অন্যান্য পদে দায়িত্ব পেয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগ থেকে চেয়ারম্যানপুত্র রিফাত বহিষ্কার

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা বলেন, কথা ছিল আংশিক কমিটি ঘোষণা পর নতুন সভাপতি, সাধারণ সম্পাদক মিলে সবার সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটির তালিকা এক মাসের মধ্য পাঠাবে। কিন্তু নানা কারণে প্রস্তাব পাঠাতে তারা দেরি করে। মাত্র দুদিন আগে তারা প্রস্তাব পাঠায়। আমি তালিকা পেয়ে একদিনের মধ্য নতুন কমিটির অনুমোদন দিয়ে দিয়েছি।

সদ্য নির্বাচিত পৌর ছাত্রলীগের সভাপতি সালেম রহমান মিকদাদ জানান, অনেক বছর ধরে পৌর কমিটি ছিল না। ২০২১ সালের ২১ সেপ্টেম্বর আমি দায়িত্ব পেলেও দেশের করুন পরিস্থিতিসহ দলীয় ব্যস্ততা নানা কারণে পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠাতে দেরি হয়। এখন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সামনে সংসদ নির্বাচন। আমরা দলীয় কার্যক্রম জোরদার করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।

রাজীবুল হাসান/জেএস/এমএস